<p><strong>মুম্বই: </strong>অবশেষে প্রকাশ্যে মুক্তির দিন। আগামী ২৭ অগাস্ট রুপোলি পর্দায় মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত ছবি 'চেহরে'। সোশ্যাল মিডিয়ায় রুমি জাফরি পরিচালিত এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন বিগ বি স্বয়ং। একটি ছোট্ট ভিডিও ও মোশান পোস্টার ভাগ করে নেন তিনি। ভিডিওতে তিনি বলছেন, 'যদি কেউ খুন বা অন্য কোনও অপরাধ করে থাকেন, তবে সাবধানে থাকুন। খেলাটা আপনার সামনে হবে।'</p> <p>প্রথমবার পর্দায় একসঙ্গে কাজ করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। শুধু কী তাই? আরও একটা কারণের জন্য় দর্শকদের নজর ছিল 'চেহরে'-র ওপর। সুশান্তকাণ্ডের পর এই প্রথম রুপোলি পর্দায় অভিনয় করতে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জল্পনা শুরু হয়েছিল রিয়াকে নিয়ে। অনেকেই ভেবেছিলেন 'চেহরে' থেকে বাদ পড়েছেন তিনি। কিন্তু ট্রেলার মুক্তির পর সেই ধোঁয়াশা কাটে। এক ঝলকের জন্য হলেও ট্রেলারে দেখা যায় বাঙালি অভিনেত্রীকে। অন্যদিকে পুরো ট্রেলারে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মধ্যে আইনজীবী ও অভিযুক্ত হিসেবে সংলাপের টক্কর দেখানো হয়েছে। ট্রেলার থেকেই স্পষ্ট, রুমি জাফরির চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার কাহিনী একটি মৃত্যু রহস্য ঘিরেই গড়ে উঠেছে। সিনেমায় সাসপেন্স ও থ্রিলার অব্যাহত রাখার দায়িত্ব মূলত অমিতাভ ও ইমরানের কাঁধেই রয়েছে।</p> <p>প্রথমে 'চেহরে' মুক্তির জন্য নির্ধারিত ছিল ২০২০ সাল। কিন্তু করোনা পরিস্থিতির জন্যই বার বার পিছিয়েছে ছবির মুক্তি। ২০২১ সালের এপ্রিলে এই ছবি মুক্তির কথাও ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের পিছিয়ে যায় দিন। আপাতত ২৭ অগাস্টের অপেক্ষায় সিনেপ্রেমীরা।</p> <p>'চেহরে' ছবিতে অমিতাভের লুক প্রকাশ্য়ে আসতেও বেশ শোরগোল পড়ে গিয়েছিল। পিছনে ঝুঁটি, মাথায় টুপি ও লম্বা দাড়িতে একেবারে লুক বদলে গিয়েছিল তাঁর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন অমিতাভ।</p> <p>২০১৮-তে মুক্তিপ্রাপ্ত ‘জলেবি’ সিনেমায় রিয়া চক্রবর্তীকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল। নতুন ছবিতে কি নজর কাড়বেন বাঙালি অভিনেত্রী? উত্তর পাওয়া যাবে ২৭ অগাস্ট।</p> <p>[insta]https://www.instagram.com/p/CSdx6l5CGPw/[/insta]</p> <p> </p>
from entertainment https://ift.tt/2XnRemW
via IFTTT
from entertainment https://ift.tt/2XnRemW
via IFTTT