Amitabh in KBC Show: টেলিভিশনে ফিরছে 'কৌন বনেগা ক্রোড়পতি', কী প্রতিক্রিয়া অমিতাভ বচ্চনের ?

<p style="text-align: justify;">মুম্বই : ফের ছোট পর্দায় বড় ধামাকা আসতে চলেছে। ছোট পর্দার হাই ভোল্টেজ অনুষ্ঠান 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়ে আসতে চলেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। দীর্ঘদিন সঞ্চালকের দায়িত্বে থেকে আসন্ন সিজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন বিগ বি।</p> <p style="text-align: justify;">২০০০ সালে প্রথমবার 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়ে দর্শকদের সামনে হাজির হন অমিতাভ বচ্চন। একে বিগ বি-র দুর্দান্ত সঞ্চালনা, প্রতিযোগীর দিকে ছুড়ে দেওয়া চোখা চোখা সব প্রশ্ন, তার উপর উপরি পাওনা তাঁর ব্যারিটোন ভয়েস। সব মিলিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত প্রিয় কুইজ শো হয়ে ওঠে 'কৌন বনেগা ক্রোড়পতি'। যদিও ২০০৬ সালে এই কুইজ শোয়ের সঞ্চালনার দায়িত্বে আসেন বলিউডের বাদশা শাহরুখ খান। কিন্তু অনেকে বলেন, এই শোয়ের সঞ্চালক হিসেবে দর্শকদের মন সেভাবে জয় করতে পারেননি তিনি। পরবর্তীকালে ফের অমিতাভ বচ্চনের সঞ্চালনায় দর্শকরা পেতে থাকেন জনপ্রিয় এই কুইজ শো-কে। আগামী ২৩ অগাস্ট ১৩তম সিজন নিয়ে ফের দর্শকদের সামনে আসতে চলেছে 'কৌন বনেগা ক্রোড়পতি'। আর হট সিটে প্রতিযোগীকে চোখা চোখা প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য হাজির থাকছেন বিগ বি। সব মিলিয়ে কেমন লাগছে তাঁর, সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করলেন বিগ বি।</p> <p style="text-align: justify;">সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন লেখেন 'ফিরছি। সেই চেয়ারে। যে চেয়ারে ২০০০ সাল থেকে বসছি। ২১ বছর। এটা লাইফটাইম পাওনা। সবাইকে ধন্যবাদ।' করোনা অতিমারির জন্য জনপ্রিয় কুইজ শো-এর শ্যুটিংয়ে কী প্রভাব পড়ছে ? প্রসঙ্গে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, শ্যুটিংয়ে যাতে কোনওভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেই দিকে সবসময় নজর রাখা হয়েছিল। এবং খুবই সতর্কতার সঙ্গে এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আয়োজিত হচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি'। দর্শকরাও ইতিমধ্যেই মনে মনে রোমাঞ্চিত হচ্ছেন হট সিটে আবারও সেই ব্যারিটোন ভয়েস শোনার জন্য।</p>

from entertainment https://ift.tt/2VI6ees
via IFTTT
LihatTutupKomentar