<p><strong>কলকাতা: </strong>নির্বাচনের সময় প্রতিদিন প্রচারে বেরিয়েছেন, পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু নির্বাচনী ফলাফলের পর কিছুদিন অন্তরালেই ছিলেন পায়েল সরকার। কেবল সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছিলেন, হেরে গেলেও রাজনীতির পথেই হাঁটবেন তিনি। নির্বাচনের পর আজ সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন পায়েল। আর সেখানও তাঁকে রঙের কথা মনে করিয়ে দিলেন নেটিজেনরা!</p> <p>আজ সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুটের একটি ছোট্ট ঝলক শেয়ার করেন পায়েল। সেখানে পায়েলের মুখে নানা রঙের আলোর খেলা। কখনও বেগুনি, কখনও সবুজ, কখনও ধূসর রঙে দেখা গেল পায়েলকে। রঙের সঙ্গে মিল রেখে পরিবর্তন হল তাঁর পোশাকের রঙও। কিন্তু সেই ছবির কমেন্টে নেটিজেনদের প্রশ্ন, 'গেরুয়া রঙ কোথায় গেল?' যদিও এই প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী। কেবল জানিয়েছেন, এই ভিডিও তাঁর নতুন ফটোশ্যুটের ঝলক। আর লিখেছেন, জীবনের রঙকে উপভোগ করার কথা।</p> <p>আপাতত দার্জিলিং-এ নতুন ছবি 'জতুগৃহ'-র শ্যুটিং- এ ব্যস্ত পায়েল। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই ছবিতে পায়েল ছাড়াও রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। সূত্রের খবর, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকা চক্রবর্তীর। কিন্তু পরবর্তীকালে তাঁর জায়গায় ছবিতে নেওয়া হয় পায়েল সরকারকে। আপাতত সেই ছবির কাজেই ব্যস্ত তিনি।</p> <p>সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাহাড় থেকে একটি ছবি শেয়ার করেছিলেন পরমব্রত। আপাতত পাহাড়েই রয়েছে টিম 'জতুগৃহ'। </p> <p>[insta]https://www.instagram.com/p/CQ5SEnYj9dk/[/insta]</p> <p>গত ২৫ ফেব্রুয়ারী জে পি নাড্ডার সভায় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন পায়েল। সাক্ষাৎকারে এবিপি লাইভকে পায়েল জানিয়েছিলেন, 'রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। পায়েল বলছেন, ‘আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’ মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিয়েছিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’</p>
from entertainment https://ift.tt/3xlJZcb
via IFTTT
from entertainment https://ift.tt/3xlJZcb
via IFTTT