Koel Mallick Instagram: অভিনয় পেশা না হলে মনোবিদ হতেন কোয়েল!

<p><strong>কলকাতা: </strong>করোনাকালে ঘরবন্দি হয়ে সোশ্যাল মিডিয়াতেই যেন দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেলছেন অনেকেই। অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হয়ে পড়েছেন এই করোনাকালে। যেমন কোয়েল মল্লিক। আপাতত ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন তিনি। অনুরাগীদের ছোট্ট প্রশ্নের মজার উত্তর দিচ্ছেন নায়িকা। নেটিজেনদেরও বেশ মনে ধরেছে কোয়েলের এই মজার খেলা।</p> <p>স্ক্রিনের একদিকে রয়েছেন কোয়েল, অন্যদিকে প্রশ্ন। প্রথমেই কোয়েলকে প্রশ্ন করা হচ্ছে, শেষ কবে ফুচকা খেয়েছেন তিনি। হাসতে হাসতে কোয়েল উত্তর দিচ্ছেন, 'অনেকদিন খাইনি। শেষ... ২০১৯ এ খেয়েছি।' অর্থাৎ, করোনার জন্য প্রায় ২ বছর প্রিয় খাবারের থেকে দূরেই থেকেছেন কোয়েল। এর পরের প্রশ্ন, 'রঞ্জিত মল্লিক অভিনীত সবচেয়ে প্রিয় ছবি কোনটা? কোয়েল উত্তর দিচ্ছেন, 'বাবার করা সবকটা ছবি আমার ভীষণ প্রিয়। তবে 'শত্রু' ছবিটি সবার মধ্যে আমার কাছে একটু বিশেষ।' পর্দায় ফুটে ওঠে পরের অনুরাগীর প্রশ্ন, 'অভিনেত্রী না হলে কী হতেন?' কোয়েল উত্তর দিচ্ছেন, 'মনোবিদ.. অবশ্যই আমি একজন মনোবিদ হতে চাইতাম।' পরের প্রশ্ন, 'প্রিয় বাঙালি গোয়েন্দা চরিত্র?' কোয়েল বলছেন, 'ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি সবই ভীষণ ভালো। তবে মিতিন মাসী একটু বেশিই ভালো।' প্রসঙ্গত মিতিন মাসীর চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল। দর্শকদের কাছে জনপ্রিয়ও হয়েছিল ছবিটি।</p> <p>কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি প্রশ্ন উত্তর পর্বের ছোট্ট ভিডিও পোস্ট করেছিলেন কোয়েল। সেখানে কোয়েল প্রিয় পোশাক থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো পছন্দ অপছন্দ ভাগ করে নিয়েছিলেন।&nbsp;</p> <p>&lsquo;বিশ্ব যোগ দিবস&rsquo;-এ নানা রকমের আসন করে ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। তার সঙ্গেই অনুরাগীদের জন্য প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখানো সব কটি আসনের নাম সমস্ত অনুরাগীদের থেকে জানতে চেয়েছিলেন অভিনেত্রী। আজ নিজেই উত্তরদাতা হলেন কোয়েল। আর পছন্দের অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও বেশ জনপ্রিয় হল নেটিজেনদের মধ্যেও।</p> <p>সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি 'ফ্লাইওভার'। ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। করোনা পরিস্থিতিতে কিছুদিন আটকে ছিল এই ছবির মুক্তি। এরপর সিনেমাহল খোলার পরেই মুক্তি পেয়েছিল কোয়েলের 'ফ্লাইওভার'। আগামীতেও একাধিক নতুন ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।</p>

from entertainment https://ift.tt/3w9uClJ
via IFTTT
LihatTutupKomentar