<p><strong>মুম্বই: </strong>শারিরীক অবস্থা স্থিতিশীল নাসিরুদ্দিন শাহের। গতকালই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।</p> <p>বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নাসিরুদ্দিন শাহ। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে ছিলেন তিনি। কিন্তু তাঁর ফুসফুসে ইনফেকশান ধরা পড়ায় হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে। সূত্রের খবর নাসিরুদ্দিনের সঙ্গেই ছিলেন স্ত্রী রত্না পাঠক ও তাঁর সন্তানরা। গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।</p> <p>নাসিরুদ্দিনের সঙ্গে ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন দিলীপ কুমার। গতকাল শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।</p> <p>গত বছর নাসিরউদ্দিন শাহ অসুস্থ বলে গুজব ছড়িয়েছিল। যা নস্যাৎ করেন পুত্র ভিভান শাহ। গত বছর ৩০ এপ্রিল একটি ট্যুইটার করে ভিভান লেখেন, সব ঠিক আছে, বাবা ভাল আছেন। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত গুজব ছড়িয়েছে। উনি ভাল আছেন। </p> <p>মঞ্চ থেকে বানিজ্যিক অথবা অন্য ধারার ছবি, সমস্ত জায়গার অভিনয়েই নিজের স্বাক্ষর রেখেছেন নাসিরুদ্দিন শাহ। ১৯৭৫ সালে 'নিশান্ত' ছবির হাত ধরে রুপোলি পর্দায় যাত্রা শুরু নাসিরুদ্দিনের। প্রায় ১০০টির ওপর ছবিতে অভিনয় করেছেন তিনি। তিনটি জাতীয় পুরষ্কার বিজয়ী এই অভিনেতা বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন। 'স্পর্শ', 'জানে ভি দো ইয়ারো', 'মির্চ মশালা'-র মত ছবিতে অভিনয় করে সহজেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও অন্য ধারার অভিনেত্রী।</p> <p>নাসিরুদ্দিন শাহ ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ২০২০ সালে তাঁকে দুটি স্ট্রিমিং রিলিজে দেখা যায়। সেই দুটি হল- "মি রকসম" এবং "বন্দিশ ব্যান্ডিটস"। এ বছর গোড়ার দিকে তাঁকে দেখা যায় "রামপ্রসাদ কি তেরবি"-তে। বরাবর নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেতা। বছরের পর বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মধ্যেই নিজের মতামত প্রকাশ করে থাকেন বর্ষীয়ান এই অভিনেতা</p>
from entertainment https://ift.tt/3jw4FKn
via IFTTT
from entertainment https://ift.tt/3jw4FKn
via IFTTT