<p><strong>মুম্বই: </strong>বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত মামলায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! চলতি মাসের আগামী ৭ তারিখ ইডি দফতরে বয়ান রেকর্ড করতে যাওয়ার কথা ইয়ামি গৌতমের। অভিনেত্রীর তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইয়ামিকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে।</p> <p>সদ্যই বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন ইয়ামি গৌতম। 'উরি' ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন 'ভিকি ডোনার' ছবির নায়িকা। সোশ্যাল মিডিয়া নিজেই এই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বিয়ের পরেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেত্রী। অর্থনৈতিক অনিয়মের তদন্তকারী সংস্থা ইডি ইয়ামিকে আগামী ৭ তারিখ মুম্বইয়ে দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশি মুদ্রা সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে।</p> <p>[tw]https://twitter.com/ANI/status/1410864669716144133[/tw]</p> <p>গত ৪ জুন সোশ্যাল মিডিয়ায় মেরুন বেনারসীতে নিজের ছবি শেয়ার করেছিলেন ইয়ামি। ঝলমলে হাসিতে ভরে তাঁর মুখ। পাশেই বরের বেশে আদিত্য ধর। ইয়ামি লিখেছিলেন, ‘তোমার আলোয় আমি শিখেছি ভালোবাসা কাকে বলে’। এরপর লম্বা একটি যৌথ বিবৃতিতে নবদম্পতি লিখেছেন, ‘আমাদের পরিবারের আর্শীবাদ নিয়ে আজ একেবারে ব্যক্তিগত একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমরা খুব ব্যক্তিগত মানুষ, এই খুশির দিনটা আমাদের কাছের মানুষজনের সঙ্গেই ভাগ করে নিলাম। ভালোবাসা আর বন্ধুত্বের এই নতুন সফরে আপনাদের সকলের ভালোবাসা, আর্শীবাদ ও শুভেচ্ছা একান্ত কাম্য’।</p> <p>ইয়ামির পোস্টে উপচে পড়েছিল ভালোবাসা ও শুভেচ্ছা। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। জ্যাকলিন ফার্নান্ডেজ, বিক্রান্ত মেসি, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, কার্তিক আরিয়ানরা শুভেচ্ছা জানিয়েছেন মিষ্টি ইয়ামিকে।</p> <p>আদিত্য ধর পরিচালক ও লেখক। বিভিন্ন সুপারহিট ছবির গানের নেপথ্যে ছিলেন আদিত্যই। গানের কথা লেখেন তিনি। হাল-এ দিল, কবুল এক্সপ্রেস, ওয়ান টু থ্রি-র মত ছবিতে গান লিখেছেন তিনি। ২০০৮ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আদিত্য। আক্রোশ ও তেজ ছবিদুটির ডায়লগ ও লিখেছেন তিনি। ২০১৯ সালে তাঁর পরিচালিত 'উরি' ছবিটি জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। ছবির নায়ক ছিলেন ভিকি কৌশল ও নায়িকা ইয়ামি গৌতম। ২০১৬ সালের উরির ঘটনাকে নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। সম্ভবত এই ছবি থেকেই শুরু হয় ইয়ামি-আদিত্যর প্রেমও। সেই প্রেমই আজ পরিণতি পেয়েছিল লাল বেনারসি ও সাদা পাঞ্জাবিতে।</p>
from entertainment https://ift.tt/2V4IX6l
via IFTTT
from entertainment https://ift.tt/2V4IX6l
via IFTTT