Aamir & Kiran Divorce Update: 'সম্পর্ক বদলেছে, কিন্তু একসঙ্গে আছি', কিরণের হাত ধরে বললেন আমির

<p><strong>মুম্বই: </strong>১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা ঘোষণা করেছেন আমির খান ও কিরণ রাও। গতকাল বিবাহবিচ্ছেদের কথা ঘোষণ করেন তাঁঁরা। এরপরেই তোলপাড় পড়ে যায় বলিউডের অন্দরমহল থেকে শুরু করে অনুরাগীদের মধ্যে। কেন এই সিদ্ধান্ত তা অবশ্য এখনও পরিষ্কার নয় কারও কাছেই। উঠে এসেছে সম্পর্কের জল্পনাও। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অনুরাগীদের কী বার্তা দিলেন আমির-কিরণ? পাশাপাশি বসে হাত ধরে বললেন, 'আমরা এখনও একসঙ্গেই আছি।'</p> <p>গতকাল একটি যৌথ বিবৃতিতে আমির এবং কিরণ লেখেন, &lsquo;বিগত ১৫ বছরে আমরা জীবনের আনন্দে বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালবাসাই ছিল আমাদের সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। আমরা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিন আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করলাম। আলাদা একটি বৃহত্তর পরিবারের মতোই আমরা পরষ্পর জীবনযাপন করব। আজাদের প্রতিও আমরা সমানভাবে দায়িত্ব পালন করব।&rsquo;</p> <p>যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছিল, &rsquo;সিনেমা সহ অন্যান্য প্রজেক্টেও আমরা কাজ করব একসঙ্গেই। আমাদের পাশে থাকার জন্য আত্মীয় ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। &nbsp;শুভানুধ্যায়ীদের কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা কামনা করি। এই বিবাহবিচ্ছেদ সম্পর্কের সমাপ্তি নয়, বরং এক নতুন সফরের শুরু।&rsquo; বিবৃতির শেষে ভালোবাসা জানিয়ে লেখা ছিল আমির ও কিরণের নাম।</p> <p>আজ সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে, পাশাপাশি বসে অনুরাগীদের চমকে দেন আমির-কিরণ। অনুরাগীদের উদ্দেশে আমির বলেন, 'আপনাদের মধ্যে অনেকেই আমাদের বিচ্ছেদের সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে। কিন্তু আমরা এখনও একই পরিবারের মত। আমরা দুজনেই খুব খুশি আছি। আমাদের মধ্যে সম্পর্ক বদলে গিয়েছে, কিন্তু আমরা এখনও একে অপরের সঙ্গে আছি।' এই কথা কিরণের দিকে হাত বাড়িয়ে দেন আমির। হেসে সেই হাত ধরেন কিরণও।&nbsp;</p> <p><a title="'সম্পর্ক বদলেছে, কিন্তু একসঙ্গে আছি', কিরণের হাত ধরে বললেন আমির" href="https://ift.tt/3hfKj6P" target="">'সম্পর্ক বদলেছে, কিন্তু একসঙ্গে আছি', কিরণের হাত ধরে বললেন আমির</a></p>

from entertainment https://ift.tt/3wgbFxK
via IFTTT
LihatTutupKomentar