<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করলেন আমির খান এবং কিরণ রাও। অবসান হল তাঁদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের। </p> <p style="text-align: justify;">যৌথ বিবৃতিতে আমির এবং কিরণ লিখেছেন -‘বিগত ১৫ বছরে আমরা জীবনের আনন্দে বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালবাসাই ছিল আমাদের সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। আমরা দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। আমরা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিন আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে আমাদের সিদ্ধান্থ ঘোষণা করলাম। আলাদা একটি বৃহত্তর পরিবারের মতোই আমরা পরষ্পর জীবনযাপন করব। আজাদের প্রতিও আমরা সমানভাবে দায়িত্ব পালন করব। সিনেমা সহ অন্যান্য প্রজেক্টেও আমরা কাজ করব একসঙ্গেই। আমাদের পাশে থাকার জন্য আত্মীয় ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।</p> <p style="text-align: justify;"> </p>
from entertainment https://ift.tt/3dBOAzi
via IFTTT
from entertainment https://ift.tt/3dBOAzi
via IFTTT