Raj Kaushal Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। আজ ভোরে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের এক ঘনিষ্ঠ রাজ কৌশলের মৃত্যুর খবর জানিয়েছেন। আজ ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল। চিকিৎসকদের কোনও রকম সাহায্য নেওয়ার আগেই রাজ কৌশলের মৃত্যু হয় বলে জানা গেছে।&nbsp;<br />রাজ কৌশল ও মন্দিরা বেদির দুই সন্তান রয়েছে। রাজ কৌশল প্রযোজক ও পরিচালক ছিলেন। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।</p>

from entertainment https://ift.tt/3jqR6fc
via IFTTT
LihatTutupKomentar