<p><strong>কলকাতা: </strong>ওয়েবসিরিজের ২টি পর্বের মধ্যে ২ বছরের বিরতি। তার মধ্যে আমূল বদলে গিয়েছে ব্যক্তিগত জীবন। মা হওয়ার পর প্রথমবার পর্দায় ফিরলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে একরত্তিকে রেখে করোনা পরিস্থিতিতে পুরোদমে শ্যুটিং করতে হয়েছে পূজাকে। 'পাপ' করার মধ্যে মিশে রয়েছে অসুস্থ ছেলেকে ছেড়ে যাওয়ার অপরাধবোধ? কেমন ছিল পূজা থেকে পার্বণী হয়ে ওঠার যাত্রাটা? মনে পড়ে ছোটবেলায় করা 'পাপ'? এবিপি লাইভ আড্ডা দিল নায়িকা পার্বণী ও নতুন মা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।</p> <p><strong>প্রশ্ন: </strong>দুটো পর্বের মধ্যে ২ বছরের বিরতি। 'পাপ' অন্তিম পর্বের জন্য দর্শকদের সঙ্গে সঙ্গে পার্বণীকেও কি অপেক্ষা করতে হয়েছিল?</p> <p><strong>পূজা বন্দ্যোপাধ্যায়: </strong>পার্বণী নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কারণ আমিও জানতাম না গল্পের শেষে কী হবে। তবে আমার থেকে বেশি বোধহয় দর্শকরা অপেক্ষা করেছিলেন। এখনও পর্যন্ত যারা পাপ দেখেছেন, প্রত্যেকে প্রশংসা করেছেন। ভালো লাগছে।</p> <p><strong>প্রশ্ন: '</strong>পাপ' এর দুটো পর্বের মধ্যে পূজার জীবনে বিরাট পরিবর্তন এসেছে, কোলে এসেছে ছোট্ট কৃশিব। মাতৃত্ব আর অভিনেত্রী সত্ত্বা সামলানোটা কতটা কঠিন ছিল?</p> <p><strong>পূজা: </strong>দুটো সত্ত্বার মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলা সহজ নয়। তবে আমার জন্য পরিস্থিতিটা আরও কঠিন করে তুলেছিল কোভিড পরিস্থিতি।</p> <p> </p> <p> </p>
from entertainment https://ift.tt/3pvQdmH
via IFTTT
from entertainment https://ift.tt/3pvQdmH
via IFTTT