<p><strong>কলকাতা: </strong>ইয়াস বিধ্বস্তদের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোয়েল মল্লিক। অন্ন বস্ত্রহীন মানুষদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলে তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদেরও এগিয়ে আসার আর্জি জানালেন কোয়েল।</p> <p>আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করেন কোয়াল মল্লিক। সেখানে তিনি লেখেন, 'উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের প্রকোপে মানুষ আজ অন্ন বস্ত্রহীন। ঘরবাড়ি তছনছ হয়ে যাওয়ার দরুণ লজ্জা নিবারণের সামান্য কাপড়টুকুও তাঁদের কাছে নেই। এই সমস্ত মানুষগুলোর জন্য আমার আগামী ৬ জুন জামাকাপড় জোগাড় করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ, আপনাদের বাড়িতে যদি কিছু পুরনো জামাকাপড় থাকে, এবং শুকনো খাবার যেমন চিঁড়ে, গুঁড়ো দুধ অন্য কিছু, এর সঙ্গে সাধারণ কিছু ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন, সাবান আমাদের দিন বা জানান, যাতে আমরা সেগুলো পীড়িত মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারি।' এই বিবৃতির সঙ্গে যোগাযোগের নম্বরও দেন কোয়েল মল্লিক।</p> <p>কোয়েলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। তবে কোয়েলই প্রথম নয়, টলিউডের একাধিক তারকা হাত বাড়িয়ে দিয়েছেন ইয়াসে বিপর্যস্ত মানুষদের দিকে। আজই পাথরপ্রতিমায় ত্রাণ নিয়ে গিয়েছিলেন যীশু সেনগুপ্ত। জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন অনুপম রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁদের সংস্থাও। বিভিন্ন জায়গায় ঘুরে ত্রাণ বিলি করছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ত্রাণ বিলি করেছেন গার্গী রায়চৌধুরীও।</p> <p>এই বছরেই অভিনেত্রীর জন্মদিনে তাঁর সংস্থা ‘ইওর কোয়েল’ পৌঁছে গিয়েছিল এক অনাথআশ্রমে। কোয়েল নিজে সেখানে থাকা শিশুদের সঙ্গে নেটমাধ্যমে সরাসরি কথা বলেন। শুভেচ্ছা জানান। শিশুদের মুখে হাসি ফোটাতে ভালমন্দ খাবার, কেক, চকোলেটের ব্যবস্থাও সংগঠনের মাধ্যমে করেছিলেন তিনিই।</p> <p>ইতিমধ্যেই ইয়াস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন সেই অভিনেতা-অভিনেত্রীরা যাঁদের রাজনৈতিক পরিচয় রয়েছে। মিমি চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক সহ অনেকেই পৌঁছে গিয়েছেন ঝড়ে বিপর্যস্ত হয়ে যাওয়া এলাকায়। মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে তুলে দিয়েছেন ত্রাণ।</p>
from entertainment https://ift.tt/3ppT0Oq
via IFTTT
from entertainment https://ift.tt/3ppT0Oq
via IFTTT