Dilip Kumar: শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার, ভর্তি করা হল হাসপাতালে

<p><strong>মুম্বই:</strong> অসুস্থ বলিউডের প্রবীণ&nbsp; অভিনেতা দিলীপ কুমার।&nbsp; তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশকিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার।&nbsp; আজ সকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।</p> <p>দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানু বলেছেন, &lsquo;দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। &nbsp;এটি একটি নন-কোভিড হাসপাতাল। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে দিলীপ কুমারের যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে ও চিকিৎসা চলছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনারা সবাই সেজন্য প্রার্থনা করুন&rsquo;।</p> <p>&nbsp;</p>

from entertainment https://ift.tt/3clIPot
via IFTTT
LihatTutupKomentar