Dilip Kumar Health Update: রয়েছে অক্সিজেন সাপোর্ট, শারীরিক অবস্থা স্থিতিশীল দিলীপ কুমারের

<p style="text-align: justify;">নয়াদিল্লি: শারীরিক অবস্থা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। হাসপাতল সূত্রে খবর, ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাঁকে। রয়েছে অক্সিজেন সাপোর্ট। মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের চিকিৎসক জলিল পরকর জানিয়েছেন, আরও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।&nbsp;</p> <p style="text-align: justify;">বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার।&nbsp; শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গতকাল, রবিবার তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। এর পরই বিশেষভাবে পর্যবেক্ষণ শুরু করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু পরীক্ষা হয়েছে।&nbsp;</p> <p style="text-align: justify;">দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানু জানান, &lsquo;দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। &nbsp;এটি একটি নন-কোভিড হাসপাতাল। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে দিলীপ কুমারের যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে ও চিকিৎসা চলছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনারা সবাই সেজন্য প্রার্থনা করুন&rsquo;।</p> <p style="text-align: justify;">গত মাসে রুটিন চেকআপের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। গত বছর মার্চে দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর দিলীপ কুমার ও সায়রা বানু জানিয়েছিলেন যে, করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁরা সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টিনে রয়েছেন। পৃথক পৃথক পোস্টে সোশ্যাল মিডিয়ায় তাঁরা অনুরাগীদের যত দূর সম্ভব বাড়িতে থাকার আবেদন জানিয়েছিলেন।&nbsp;</p> <p style="text-align: justify;">গত বছর রূপোলি পর্দার এই আইকন হারিয়েছিলেন তাঁর দুই ভাই আসলাম খান (৮৮) ও এহসান খান (৯০)-কে। কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিবেন তাঁর।&nbsp;২০২০-র ডিসেম্বর থেকেই দিলীপ কুমারের স্বাস্থ্য কিছুটা খারাপ যাচ্ছিল। জানা গিয়েছে, কয়েকদিন আগে থেকেই তাঁর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম।</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p>

from entertainment https://ift.tt/2TMNycB
via IFTTT
LihatTutupKomentar