<p>সকাল সকাল বেরিয়ে পড়েছেন টালিগঞ্জের বাড়ি থেকে। প্রথমে উত্তরপাড়ার রক্তদান শিবির, তারপর শ্রীরামপুরের মাহেশে কর্মসূচী। বিকেলে আবার ত্রাণ বিতরণ করতে যেতে হবে দুই জায়গায়। তারই ফাঁকে দুপুরে কোন্নগরের পার্টি অফিসেই খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে নেওয়া। সারাদিনের ধকলে ঘুমিয়েই পড়েছিলেন। ঘরে এসি নেই, তাতে ভ্রুক্ষেপও নেই। ২০ মিনিটেই বিশ্রাম শেষ। হাসিমুখে ঘরে ডেকে নিলেন নিজেই। ক্যামেরা অন করার সময় সাহায্য করতেও এগিয়ে এলেন। অভিনেতা <strong>কাঞ্চন মল্লিক </strong>এখন বিধায়কও। তাঁর 'নতুন ঠিকানায়' বসেই শুরু হল জীবনের নতুন ইনিংসের গল্প।</p> <p> </p> <p>আরও পড়ুন:</p> <p><a title="MLA Kanchan Mullick Interview: 'অভিনয়ই অক্সিজেন, প্রার্থী হয়েই ঠিক করেছিলাম জিপে উঠে মালা পরে ঘুরব না'" href="https://ift.tt/3fYWSTf" target="">'অভিনয়ই অক্সিজেন, প্রার্থী হয়েই ঠিক করেছিলাম জিপে উঠে মালা পরে ঘুরব না'</a></p>
from entertainment https://ift.tt/3AcodJC
via IFTTT
from entertainment https://ift.tt/3AcodJC
via IFTTT